কলকাতা, ২৬ মে- এবারের আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে গতকাল ইডেনে জ্জ্বলে উঠলেন হায়দরাবাদের আফগান ক্রিকেটার রশিদ খান। তার বিধ্বংসী ব্যাটিং ও স্পিন বোলিংয়ের বিধ্বস্ত হল কলকাতা নাইট রাইডার্স। অসাধারণ ফিল্ডিংয়ের নমুনাও পেশ করলেন তিনি। মূলত তারই দাপটে সানরাইজার্স হায়দরাবাদ ১৩ রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে। প্রথমে ব্যাট করে রশিদ খানের ১০ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংসের সৌজন্যে সানরাইজার্স ১৭৪ রান করে। জবাবে কলকাতার ইনিংস ২০ ওভারে ১৬১ রানে থেমে যায়। রশিদ খান ৪ ওভার বোলিং করে মাত্র ১৯ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন। সেই সঙ্গে কয়েকটি ক্যাচও ধরেন। একটি রান আউটেও নিজের অবদান রাখেন তিনি। সবমিলিয়ে তিনি ছাড়া অন্য কাউকে ম্যাচের সেরা ভাবার অবকাশ দেননি রশিদ খান। ম্যান অফ দ্য ম্যাচ রশিদ খান বলেছেন, এই পুরস্কার তিনি আফগানিস্তানের ক্রিকেট ময়দানে বোমা বিস্ফোরণে নিহতদের উদ্দেশে সমর্পণ করছেন। উল্লেখ্য, কিছুদিন আগেই আফগানিস্তান পূর্ব নানগরহরে ক্রিকেট ম্যাচ চলাকালে বিস্ফোরণে বেশ কয়েকজন মারা যান। সূত্র: কালের কন্ঠ এমএ/ ১২:০০/ ২৬ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2s9EOww
May 26, 2018 at 06:09PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন