কলকাতা, ৮ মেঃ ই-মেলে আসা মনোনয়নপত্র গ্রহণ করতে হবে। ২৩ এপ্রিল বিকাল ৩টে পর্যন্ত ই-মেলের মাধ্যমে জমা পড়া মনোনয়ন গ্রহণ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। মঙ্গলবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিশ্বনাথ সমাদ্দার এবং অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। সিপিআই(এম) প্রার্থীদের তরফে ই-মেলের মাধ্যমে যে মনোনয়ন জমা করা হয়েছিল, সেগুলির ক্ষেত্রে আদালত এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি হাইকোর্ট জানিয়েছে, ই মেলে মনোনয়ন জমা দিলে প্রাণহানি কম ঘটবে। যত বেশি সংখ্যক প্রার্থী মনোনয়ন জমা দিতে পারবেন, ভোটারদের প্রার্থী বাছাইয়ের সুযোগ তত বাড়বে।
বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিজেপিরও প্রায় ২০০০ প্রার্থী ই-মেলে আবেদন জানিয়েছেন। সেই মনোনয়ন গ্রহণের জন্যও আবেদন জানানো হবে হাইকোর্টে।
আজ হাইকোর্টে জোড়া পঞ্চায়েত মামলার শুনানি। প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যর এজলাসে নিরাপত্তা সংক্রান্ত মূল মামলার শুনানি চলছে। অন্যদিকে, আজই বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে সিপিএমের দায়ের করা ই-মনোনয়ন মামলার রায় ঘোষণা করা হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2K1nOPo
May 08, 2018 at 03:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন