আইআইটি কানপুরের হাত ধরে ভারতের আকাশে উড়বে ট্যাক্সি!

কানপুর, ২৪ মেঃ  বদলে যেতে পারে আপনার ট্যাক্সি যাত্রা। রাস্তা দিয়ে নয় আপনি ট্যাক্সিতে করে উড়ে গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন। মাত্র পাঁচ বছর অপেক্ষা করতে হবে শুধু। তারপরই আইআইটি কানপুরের হাত ধরে ভারতের আকাশে উড়বে ট্যাক্সি। এই স্বপ্নকে পূরণ করতে  ভিটিওএল VTOL) এভিয়েশনের সঙ্গে হাত মিলিয়ে ১৫ কোটি টাকার মউ সাক্ষর করল আইআইটি কানপুর।  এ বিষয়ে আইআইটি কানপুরের এরোস্পেস ইঞ্জিবিয়ারিং বিভাগের প্রধান অজয় ঘোষ জানিয়েছেন, ‘এই বিষয়টি খুব তাড়তাড়ি বাস্তবায়িত হবে। ১০০ ছাত্র এই প্রকল্পে কাজ করবে। বাণিজ্যিক বিমানে যেরকম ডাক্টেড ফ্যান থাকে, সেরকমই ফ্যান থাকবে এখানে।’

ছবিঃ সংগৃহীত



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2s6ATj8

May 24, 2018 at 09:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top