ব্রাডক, ১৬ মে- পেনসিলভানিয়ার লে. গভর্নর পদের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থিতা লাভের বাছাইপর্বের নির্বাচনে হেরে গেছেন বাংলাদেশি বংশোদ্ভূত নিনা আহমেদ। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে মোট পাঁচজন প্রার্থীর মধ্যে লড়াইয়ে তিনি ২৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। ব্রাডক শহরের বর্তমান মেয়র জন ফেটারম্যান ৩৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। পেনসিলভানিয়াজুড়ে অনুষ্ঠিত এই নির্বাচনে নিনা আহমেদ মোট ১ লাখ ৭৫ হাজার ৩৬৮ ভোট পেয়েছেন। অন্যদিকে, জন ফেটারম্যান পেয়েছেন ২ লাখ ৭৯ হাজার ৯০ ভোট। তিনি এ বছরের নভেম্বরে পেনসিলভানিয়ার চলতি গভর্নর টম উলফের সঙ্গে এক টিকিটে ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সূত্র: প্রথম আলো এমএ/ ১০:০০/ ১৬ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2rPG9Z9
May 17, 2018 at 04:06AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন