সন্ত্রাস না হলে আরও ভালো ফল হত: দিলীপ ঘোষ

কলকাতা, ১৮ মেঃ ‘বিজেপি দ্বিতীয়তে আছে। প্রথমের দিকে এগোচ্ছে। আমাদের যে গতি সেটা ঠিকই আছে। যে জেলাগুলিতে আমাদের ভালো ফল করার কথা ছিল, আমরা ভালো ফল করেছি। তবে আরও ভালো হত যদি সন্ত্রাস না হত। কাউন্টিংয়ের দিনও ছাপ্পা মারা হচ্ছে। এই পরিস্থিতিতে আমরা খারাপ ফল করিনি। আর এটা শেষ ভোট নয়। এরপর আবার ভোট হবে। সেই ভোটে আমরা লড়াই করব। আমরা জিতব।’ বৃহস্পতিবার রাজ্যদপ্তর থেকে বেরিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই পরিস্থিতি সব সময় আসে। যেভাবে মনোনয়ন করেছি। যেভাবে ভোট প্রচার করেছি। যেভাবে আমরা প্রার্থীদের আগলে রেখেছি। একজন দু’জন এদিক ওদিক চলে যাবে। সেটা বড় কথা নয়। কিন্তু আমার মনে হয় খুব বেশি হেরফের হবে না। এক বছর পর পরিস্থিতি আবার অনেকটাই পালটাবে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2rQ6XYs

May 18, 2018 at 11:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top