পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের আদালতের যাওয়ার হুমকি দিলেন সূর্যকান্ত মিশ্র

কলকাতা, ১৪ মেঃ পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের আদালতের যাওয়ার হুমকি দিলেন  সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস  নিয়ে সোমবার রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সিপিএম নেতৃত্ব।  কিন্তু  তাঁদের সঙ্গে দেখা করেননি রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিং। এরপরি কমিশনের দপ্তরের বাইরে বৈঠক করেন সিপিএম নেতারা। সেখানেই সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনের ফল কি হবে তা নিয়ে আমরা বসে নেই। তবে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস হয়েছে। ছাপ্পা ভোট সহ বুথ দখল হয়েছে। সাধারণ মানুষদের ওপর দুষ্কৃতিদের হামলা হয়েছে। এই বিষয়ে আমরা কথা বলতে এসেছিলাম। কিন্তু আমাদের সঙ্গে দেখা করেননি নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিং। সূর্যকান্তবাবু আরও বলেন, ‘ আমরা লড়াই আন্দোলনে ছিলাম, আছি এবং থাকব। আগেও লড়াই করেছিলাম। ফের আপনার সঙ্গে আদালতে দেখা হবে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Ih5K7F

May 14, 2018 at 08:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top