রায়গঞ্জ, ২০ মেঃ আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে নাসাতে শিক্ষামূলক ভ্রমণের সুযোগ পেল রায়গঞ্জের স্বপ্রভ দে। সে রায়গঞ্জের সেন্ট জেভিয়ার্স স্কুলে নবম শ্রেণীর ছাত্র। রায়গঞ্জ শহরের বীরনগর এলাকার বাসিন্দা স্বপ্রভ জানায়, ছোটো থেকেই বৈজ্ঞানিক হওয়ার ইচ্ছা তার। ভবিষ্যতে বিজ্ঞানী হয়ে নাসায় কাজ করার স্বপ্ন দেখে সে।
সেন্ট জেভিয়ার্স স্কুলে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিকস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতার দুটি ধাপেই রাজ্য ও জাতীয় স্তরে প্রথম হয় স্বপ্রভ। ছেলের সাফল্য প্রসঙ্গে সঞ্জীববাবু বলেন, ‘ছোটো থেকে অঙ্কের দিকে ঝোঁক স্বপ্রভর। প্রথম ধাপে গণিত প্রতিযোগিতায় রাজ্যে প্রথম হওয়ার পর দেশব্যাপী প্রতিযোগিতাতেও স্বপ্রভ প্রথম স্থান অধিকার করেছে। তার এই সাফল্যে আমরা গর্বিত।’
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IUCByA
May 20, 2018 at 10:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন