টরন্টো, ২০ মে- প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিশেষ আমন্ত্রণে কুইবেকে অনুষ্ঠিতব্য জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ৮ জুন কানাডা সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন শেষে দেশে ফেরার পথে আগামী ১০ জুন টরন্টোতে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কানাডা সফরকালীন সময় ও নাগরিক সংবর্ধনাকে সাফল্যমন্ডিত করার লক্ষে ১৯ মে শনিবার কানাডা আওয়ামী লীগ, অন্টারিও আওয়ামী লীগ, সিটি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের এক যৌথ মতবিনিময় সভা স্থানীয় এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল। সভায় বিস্তারিত আলোচনার পর বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্হিত ছিলেন তুতিউর রহমান, জসিম চৌধুরী, আব্দুস ছালাম, আলী আকবর, মুজাহিদুল ইসলাম, কৃষিবিদ ড. হাবিবুর রহমান, কৃষিবিদ কাজী ফেরদৌস, কৃষিবিদ গোলাম মোস্তফা, ইমরুল ইসলাম, বেলাল সামছুল, ফারহানা সুলতানা খান, মনির হোসেন, দেলওয়ার হোসেন দুলাল, জামাল উদ্দীন, হেলাল উদ্দীন, বাবুল মিয়া, ফারহানা শান্তা, লিটন কাজী সহ আরো অনেকে। সভা সঞ্চালনা করেন অন্টারিও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ আবুল বাশার। সূত্র: সিবিএন২৪ আর/১০:০০/ ২০ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GAx770
May 21, 2018 at 06:53AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন