আইপিএলের ১১তম আসরের সবকিছু ঠিকঠাক নেই। এই যেমন চেন্নাই থেকে আইপিএলের ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। আর সে কারণে গ্রুপ পর্বের ম্যাচে চেন্নাই খেলছে পুনেতে। পুনে গতবারের আইপিএলে রানার্স আপ হয়েছিল। পুনের মাঠে এবারের প্লে অফের দুটি ম্যাচ হওয়ার কথা ছিল। তাও এবার সরিয়ে কলকাতার ইডেন গার্ডেনে দেওয়া হয়েছে। আগামী ২৩ মে আইপিএলের এলিমিনেটর ও ২৫ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি কলকাতার অনুষ্ঠিত হবে। এবারের আইপিএলে চেন্নাই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছে। আর সে কারণে নেই পুনে। তবুও পুনেতেই ম্যাচ দুটো হতো। কিন্তু কাবেরী পানিবণ্টন বিতর্কে চেন্নাইয়ের হোম ভেন্যু হয়েছে পুনে। তাই আইপিএলের দুটো প্লেঅফ ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হলো ইডেনকে। মূলত সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির উদ্যোগেই কলকাতা এই ম্যাচ দুটি আয়োজনের সুযোগ পাচ্ছে। আইপিএলের সভায় আজ শুক্রবার তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। চলতি আইপিএলে কলকাতা এখন পর্যন্ত লিগ টেবিলে তিনে আছে। নাইটদের তাই প্লেঅফে যাওয়ার বড় সুযোগ আছে। যদি তারা তিন কিংবা চারে থেকে গ্রুপ পর্ব শেষ করে তবে এলিমিনেটর ছাড়াও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ ঘরের মাঠে খেলার সুযোগ পাবে। সূত্র: সমকাল আর/০৭:১৪/০৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2rmtyf0
May 05, 2018 at 06:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top