নয়াদিল্লি, ২২ মেঃ বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় বিমান পরিবহণ দপ্তর। মঙ্গলবার দপ্তরের প্রতিমন্ত্রী জানান, উড়ান বাতিল হলে তার দায় এড়াতে পারবে না বিমান পরিবহণ সংস্থাগুলি। অসামারিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা মঙ্গলবার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিমান সংস্থার জন্য কোনও উড়ান বাতিল হলে যাত্রীদের ক্ষতিপূরণ দিতে হবে। টিকিটের দামও ফেরত দিতে হবে। উড়ানে দেরী হলেও যাত্রীদের ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছেন তিনি।
If a flight is cancelled & it is the airlines' fault, then the passenger has to be compensated or ticket has to be refunded. If a flight is delayed, the passenger will be compensated in various ways: Jayant Sinha, MoS Aviation. pic.twitter.com/Tm2pZwG90A
— ANI (@ANI) May 22, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2II6SgR
May 22, 2018 at 06:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন