১৯৯৮ সালে জয়পুরে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিংয়ের সময় দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেন সালমান খান। সেই মামলায় যোধপুরের একটি আদালত সালমানকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। কারাগারে দুই দিন থাকার পরই তার জামিন মঞ্জুর করেন আদালত। মঙ্গলবার (১৫ মে) বিকালে মুম্বাইয়ে আয়োজিত রেস থ্রি ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান। এ সময় সালমান খানকে তার কারাগারে যাওয়ার ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে বলিউড তারকা সালমান খান বলেন, আপনারা কি ভেবেছিলেন, আমি সারাজীবন জেলে কাটাব? এর পরই সালমান বলেন, ধন্যবাদ, আমি চিন্তায় ছিলাম। আরও পড়ুন: সালমানের চেয়েও বেশি পারিশ্রমিক পেতেন মাধুরী সালমান খানের এ মন্তব্য প্রকাশিত হওয়ার পর টুইটারে এ ব্যাপারে অনেকেই সমালোচনা করেছেন। ক্ষোভ প্রকাশ করে টুইটারে একজন লিখেছেন- ও হ্যাঁ, আমাদের দেশে অনেকেই যা খুশি তা করে রেহাই পাচ্ছেন। আরেকজন লিখেছেন- আমরা অর্থের ক্ষমতা জানি। পুলিশ আর প্রশাসনকে অর্থের জোরে কিনে নেয় এই উচ্চবিত্তরা। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/০৯:০০/ ১৭ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2rMKZFR
May 17, 2018 at 06:30PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন