ডুবে যাওয়া জাহাজ থেকে উদ্ধার হল ১ লক্ষ কোটি টাকার গুপ্তধন

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ সমুদ্রতল থেকে ৩১০ বছরের পুরনো গুপ্তধন উদ্ধার করল এক রোবোট। যার মূল্য প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। স্পেনের একটি জাহাজে ক্যারিবিয়ান সি-র গভীর থেকে এই বিপুল পরিমাণ সম্পদ উদ্ধার হয়েছে।

উচ্চ-প্রযুক্তি সম্পন্ন সেন্সর ও ক্যামেরা বসানো এই রোবটের নাম রেমাস ৬০০০। এটি জলের নীচে কাজ করতে সক্ষম। চার মাইল পর্যন্ত ডুব দিতে পারে। ষোড়শ শতকের শেষের দিকে স্পেনের যুদ্ধজাহাজ স্যান জোস ব্রিটিশ যুদ্ধজাহাজের সঙ্গে প্রচণ্ড গুলি বিনিময়ের পর সমুদ্রে ডুবে যায়। সেই জাহাজে থাকা কোটি কোটি টাকার সোনা, রূপা ও পান্না ডুবে যায় সমুদ্রে। ২০১৫-র নভেম্বরে সেই জাহাজটির সন্ধান পাওয়া যায়। রোবোটের সাহায্যে হারানো সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GUyUnh

May 27, 2018 at 07:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top