যখন বলিউড বাদশা শাহরুখ খান কন্যা সুহানা খান, পতৌদির ছোট নবাব সাইফ আলী খান কন্যা সারা আলী খান, অমিতাভ বচ্চনের নাতনি (শ্বেতার কন্যা) নভ্যা নাভেলি নন্দার মতো স্টারকিডদের নিয়ে ব্যস্ত নেটিজেনরা৷ ঠিক সেই সময় বি-টাউনের আরেক স্টারকিডের আগমন ঘটল নেট দুনিয়ায়। ২০ বছর বয়সী এই সুন্দরীর সৌন্দর্যে ইতোমধ্যেই বুঁদ হয়েছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ইতোমধ্যে তার ফলোয়ার্সের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজারের ওপরে। এই স্টারকিডের সঙ্গে কী এখন আপনি পরিচিত হয়েছেন! বলিউডের কবীর বেদীর ব্যারিটোন ভয়েসকে চেনেন না এমন কেউ নিশ্চয় নেই। তার মেয়ে পূজা বেদীকেও চেনেন নিশ্চয়। কিন্তু তার আরেক কন্যা আলিয়া ফার্নিচারওয়ালার সিলভারস্ক্রিনে পা দেয়ার আগেই পরিচিত মুখ হয়ে গেছেন নেটিজেনদের কাছে। সম্প্রতি টোনড ফিগারে বিকিনিতে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন তিনি। আপাতত তার রূপের ঝলকে মন কেড়েছে অসংখ্য ছেলে ভক্তদের। আলিয়া ফার্নিচারওয়ালার এ বছর না হলেও আগামী এক দুবছরের মধ্যে বলিউডে নিজের পা রাখতে চলেছেন এমনটাই মনে করছেন অনেকে। উল্লেখ্য, আলিয়া সমবয়সী- সারা, জাহ্নবী-রা ডেবিউ রেসে অনেকটাই এগিয়ে গেছেন। এটা ভালো করেই জানেন আলিয়া৷ তাই এই প্রতিযোগিতায় তিনি কবে নামবেন তা ভবিষ্যতই বলে দেবে। আরও পড়ুন: ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিতে চলেছেন সালমান! তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/০৯:০০/ ১৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2rDhiqB
May 13, 2018 at 09:22PM
13 May 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top