নয়াদিল্লি, ৪ মেঃ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বে শেষ হল জিএসটি কাউন্সিলের বৈঠক। শুক্রবারের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে সে সম্পর্কে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
জিএসটিএন নেওটয়ার্ক নিয়ে বহু অভিযোগ রয়েছে। জিএসটিএন-এ কর ও রিটার্ন জমার প্রক্রিয়া ঠিক মতো কাজ করছে না। এর জেরে অসুবিধায় পড়ছেন ব্যবসায়ীরা। এই অভিযোগ থেকে জিএসটিএন নেটওয়ার্কে সরকারি মালিকানার প্রসঙ্গ উঠেছিল। দেশে সুষ্ঠুভাবে জিএসটি চালুর জন্য এবার জিএসটিএন-এর ৫০% অধিগ্রহণ করবে কেন্দ্রীয় সরকার। জিএসটি কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। জিএসটিএন বর্তমানে ২৪.৫% কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JSPB4B
May 04, 2018 at 06:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন