ঢাকা, ২৩ মে- অভিনেত্রী তাজিন আহমেদের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বাদ যোহর গুলশান-২ এর আজাদ মজসিদে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। এরপর তার মৃতদেহ দাফনের জন্য দুপুর ২টায় আজাদ মসজিদ থেকে বনানী কবরস্থানে নেয়া হচ্ছে। জানাজায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, শিল্পী সংঘের সভাপতি শহিদুল ইসলাম সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, নির্মাতা বদরুল আলম সৌদ, অভিনেতা সিদ্দিকুর রহমান, এস এ হক অলিক, উপস্থাপক আজনাম মাসুদ, প্রযোজক সৈয়দ ইরফান উল্লাহ প্রমুখ। অভিনেত্রী ও নির্মাতাদের মধ্যে আজাদ মসজিদের তাজিনকে দেখতে এসেছিলেন সুবর্ণা মুস্তফা, আফরোজা বাবু, বিপাশা হায়াত, নওশীন, সুইটি, বাঁধন, সোনিয়া, উর্মিলা, নীলা, বিজরী, রোকেয়া প্রাচী, নির্মাতা চয়নিকা চৌধুরী প্রমুখ। আরও পড়ুন:তাজিন আহমেদের শেষ টকশো (ভিডিও সংযুক্ত) জানাজা শেষে প্রত্যেকে দীর্ঘদিনের সহকর্মী তাজিনকে চোখের জলে ভাসিয়ে বিদায় দেন এবং তার বেহেশত কামনা করেন। তবে তাজিনের মায়ের আসার কথা থাকলেও তিনি আসেননি। শিল্পী সংঘের সাধারণ সম্পাদক নাসিম বলেন, তাজিনের মা গাজীপুর রয়েছেন। তিনি শারীরিক ভাবে খুবই অসুস্থ। সেজন্য তাকে আনা সম্ভব হয়নি। আরও পড়ুন:তাজিন আহমেদের শেষ ফেসবুক স্ট্যাটাস জানাজা শেষ হওয়ার পর উর্মিলা বলেন, তাজিন আপু মারা যান উত্তরা রিজেন্ট হাসপাতালে। সেখানকার হিমঘরে তার মরদেহ রাতে ছিল। এরপর সকাল সাড়ে ১০ টায় উত্তরা আনন্দবাড়ি শুটিং হাউজে কিছু সময়ের জন্য তাকে রাখা হয়েছিল। সেখানে অনেক শিল্পীরা এসে তাজিন আপুকে দেখে যান ও তার মাগফিরাত কামনা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল (মঙ্গলবার) দুপুর ৪ টা ৩৫ মিনিটে মারা যান তাজিন আহমেদ। মৃত্যুর আগে তাকে লাইফ সাপোর্টে রাখা হলেও শেষ রক্ষা হয়নি। সূত্র: চ্যানেল আই অনলাইন এমএ/ ০৩:২২/ ২৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Lp09d5
May 23, 2018 at 09:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top