আগামী অক্টোবরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর শুরু হওয়ার কথা থাকলেও পিছিয়ে যেতে পারে বিপিএলের ষষ্ঠ আসর। গত ১৮ এপ্রিল বোর্ড সভায় অক্টোবরের শুরুতে বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। সেদিন বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনটাই জানিয়েছিলেন। তবে সর্বশেষ খবর, ঘোষিত সময়ে বিপিএল মাঠে গড়ানোর সম্ভাবনা কমে এসেছে। টুর্নামেন্টটি পেছানোর আলোচনাই এখন সরব। আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এই টুর্নামেন্ট। মূলত জাতীয় নির্বাচনের কারণেই বিপিএল পেছানোর আলোচনা উঠে এসেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে হবে জাতীয় নির্বাচন। সময়সূচি অনুযায়ী তার এক মাস আগেই শেষ হওয়ার কথা বিপিএলের ষষ্ঠ আসর। কিন্তু দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তখন বিপিএলের মতো বড় টুর্নামেন্টের নিরাপত্তা প্রদান চ্যালেঞ্জিং হবে। কারণ আইন-শৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকবে। বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ থাকে বলে বিপিএলে আন্তর্জাতিক ক্রিকেটের সমমানের নিরাপত্তা ব্যবস্থাই প্রয়োজন হয়। এসব ছাড়াও বিপিএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকরা সরাসরি জাতীয় নির্বাচনে সম্পৃক্ত থাকবেন। আর নির্বাচনের একমাস আগে তাদের পক্ষে বিপিএলে ব্যস্ত থাকাটা কঠিন হয়ে পড়বে। বিসিবিসূত্রে জানা গেছে, এসব বিষয় সামনে উঠে আসার কারণেই বিপিএল পেছানোর আলোচনা হচ্ছে। তবে এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। আরও পড়ুন: আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন গ্যারি কারস্টেন? তাই সবমিলিয়ে জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বিপিএল পিছিয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/০৯:০০/ ১৬ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2rRG7PR
May 16, 2018 at 05:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top