তাদের দুজনের নামে গুঞ্জনের শেষ নেই। আলিয়া ভাট ও রণবীর কাপুর নিয়মিত ডেটিং করেন, এ খবর বলিউড সরগরম। সম্প্রতি তাদের দুজনকে একসাথে একটি রেস্টুরেন্টে দেখে অনেকে ভেবেছিলেন তারা বুঝি একান্তে সময় কাটাতে এসেছেন। কিন্তু না তারা মূলত গিয়েছিলেন অয়ন মুখার্জির ব্রহ্মাস্ত্র নিয়ে মিটিং করতে। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের প্রভাবশালী প্রযোজক করণ জোহর। ভারতীয় পত্রিকা এনডিটিভি ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বৃহস্পতিবার রাতে তারা চারজন একটি রেস্টুরেন্টু গোপনে মিটিং করতে আসেন। কিন্তু তাদের পিছু নেয় ক্যামেরা। সে ক্যামেরায় ধরা পরা কিছু ছবিতে দেখা যায় আলিয়া ভাট ও রণবীর পাশাপাশি হেঁটে যাচ্ছেন। আরেকটি ছবিতে দেখা যায় আলিয়া করণ জোহরকে জড়িয়ে ধরেছেন। আলিয়ার পড়নে ছিলো ফুলের নকশা করা একটি জামা, রণবীর পরেছিলেন নীল রঙের চেক শার্ট, অয়নের শাদা চেক শার্ট এবং করণের কালো টি-শার্ট। ব্রহ্মাস্ত্রর বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আলিয়া, রণবীর, অমিতাভ বচ্চন। আলিয়া ভাট অভিনীত ছবি রাজি মুক্তি পাবে এ শুক্রবারে। আরও পড়ুন: জুনিয়র সানি লিওনের সন্ধান! তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/০৯:০০/ ৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JZrXU4
May 07, 2018 at 08:58PM
07 May 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top