শেখ হাসিনা, শর্মিলাকে ডি-লিট নজরুল বিশ্ববিদ্যালয়ের

আসানসোল, ৫ মেঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন ২৬ মে। সেদিনই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী এসএম ইউসুফকে ডি-লিট সম্মানে ভূষিত করতে চলেছে কাজি নজরুল বিশ্ববিদ্যালয়৷

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী বলেন, ‘রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে সোমবার শেখ হাসিনা ও অন্যদের বিষয়ে কথা হবে৷ এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে৷’ আগামী ২৫ মে হাসিনা বিশ্বভারতীতে আসছেন৷ উপাচার্য জানান, ভারতীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য শর্মিলা ঠাকুরের নাম ভাবা হয়েছে৷ একই সঙ্গে পদার্থবিদ্যায় বিশেষ কৃতিত্বের জন্য সাম্মানিক ডি-লিট পাচ্ছেন বিজ্ঞানী ইউসুফ৷
উপস্থিত থাকছেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ মোট দু’টি পর্যায়ে অনুষ্ঠান হবে৷ প্রথম পর্যায়ে অতিথিদের ডি-লিট প্রদান ও দ্বিতীয় পর্যায়ে ২০ জন স্বর্ণপদকপ্রান্ত কৃতী পড়ুয়াকে সম্মান জানানো হবে৷ ওই পর্বেই প্রায় সাড়ে চারশো ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করা হবে৷

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এখন থেকেই শেখ হাসিনা ও প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিশেষ পরিকল্পনা করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JWSEsH

May 05, 2018 at 05:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top