সুরমা টাইমস ডেস্ক:: সোমালিয়ায় জঙ্গি গোষ্ঠী আল-শাবাব পরিচালিত আদালতে এক নারীকে একাধিক স্বামী থাকার দায়ে পাথর ছুড়ে হত্যার রায় দেয়া হয়েছে। ওই নারীর নাম শুকরি আব্দুল্লাহি ওয়ারসামে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি পূর্ববর্তী কোন স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন না করে পরপর ১১ বার বিয়ে করেছেন। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, ওয়ারসামের ঘাড় পর্যন্ত মাটিতে পুঁতে তাকে পাথর ছুড়ে হত্যা করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, আল-শাবাবের যোদ্ধারা তাকে পাথর ছুড়েছে। উল্লেখ্য, আল শাবাব শরীয়া আইনের কট্টর অনুসারী। তারা সোমালিয়ার একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করে ও ক্ষমতাসীন সরকারকে উৎখাত করতে প্রায়ই রাজধানীতে হামলা চালায়।
লোওয়ার শাবেল অঞ্চলের জন্য নিযুক্ত আল-শাবাবের গভর্নর মোহাম্মদ আবু ওসামা বলেন, শুকরি আব্দুল্লাহি ও তার নয় স্বামীকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে তার বৈধ স্বামীও ছিলেন। তাদের প্রত্যেকেই তাকে নিজের স্ত্রী বলে দাবি করেন।
আল-শাবাবের এক সংবাদ-ভিত্তিক সাইটে বলা হয়েছে, ওয়ারসামে আদালতে তার দোষ স্বীকার করে নেন।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2rD89y6
May 11, 2018 at 11:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন