রিশাভ পান্তের ঝড়ো সেঞ্চুরিও কাজে আসেনি দিল্লির। হাইস্কোরিং ম্যাচে দিল্লি ডেয়ার ডেভিলসকে ৯ উইকেটে হারিয়ে সবার আগে আইপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে সাকিবদের দল সানরাইজার্স হায়দরাবাদ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা হায়দরাবাদের সংগ্রহ ১১ ম্যাচে ১৮ পয়েন্ট। রিশাভ পান্তের ঝড়ো ইনিংস ম্লান হয়ে গেছে হায়দরাবাদের ওপেনার শিখর ধাওয়ানের ৫০ বলে ৯২ ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ৫৩ বলে ৮৩ রানের ঝড়ো ইনিংসে। দুজনেই ছিলেন আগ্রাসী। তাদের ১৭৬ রানের জুটিতে ১৮.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ৯টি চার ও ৪টি ছয় মেরে ম্যাচসেরা ধাওয়ান। আজকে জিতলে প্লে অফে সানরাইজার্স হায়দরাবাদ। এমন সহজ হিসেবে বোলিংয়ের শুরুটা দারুণ করেছিল সাকিবরা। টস জিতে ব্যাট করতে নামা দিল্লি শুরুতে খেই হারিয়ে ফেলেছিল সাকিব আল হাসানের ঘূর্ণিতে । শুরুর এমন ধারাবাহিকতা ধীরে ধীরে হারিয়ে ফেলে সাকিবরা। উইকেটকিপার ব্যাটসম্যান রিশাভ পান্তের ব্যাটিং তাণ্ডবে ম্যাচের নিয়ন্ত্রণে চলে আসে দিল্লি। ৪৩ রানে ৩ উইকেট হারানো দিল্লি ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৮৭ রানের বড় সংগ্রহ। গত ম্যাচের মতো এই ম্যাচেও সাকিবের ঘূর্ণি প্রতিপক্ষকে ঘায়েল করেছিল। চতুর্থ ওভারের শেষ দুই বলে পৃথ্বি শ ও জেসন রয়কে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জিইয়ে রেখেছিলেন পরের ওভারেও। শকে ধাওয়ানের ক্যাচ বানান দলীয় ২১ রানে। পরের বলে ঋদ্ধিমান সাহার বদলি নামা উইকেটরক্ষক শ্রীবৎস গোস্বামীর গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন জেসন রয়। হ্যাটট্রিক আর হয়নি। তৃতীয় উইকেটের পতনেও খুব বেশি সময় লাগেনি। রানের প্রান্ত বদল করতে গিয়ে ফিরে যান অধিনায়ক আইয়ার। এমন বিপদে একাই সাকিব-রশিদদের ওপর তাণ্ডব চালান রিশাভ পান্ত। ৬৩ বলের ঝড়ো ইনিংসে করেন ১২৮ রান। অপরাজিত এই ইনিংসে ছিল ১৫টি চার ও ৭টি ছয়! তার একার ব্যাটিংয়েই ম্লান হয়ে যায় সাকিবদের শুরুর দিকের বোলিং। এছাড়া তার সঙ্গে ২৪ রান করেন হারশাল প্যাটেল। ৪ ওভারে ২৭ রান দিয়ে বোলিংয়ে সফল সাকিব নেন দুটি উইকেট। রশিদ থান সমান ওভারে ৩৫ রান দিলেও উইকেট পাননি।সবচেয়ে ব্যয়বহুল ছিলেন ভুবনেশ্বর কুমার। ৫১ রান দিয়ে নেন একটি উইকেট। সূত্র: বাংলা ট্রিবিউন আর/০৭:১৪/১১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IyJEwy
May 11, 2018 at 03:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top