মুম্বই, ১ মেঃ স্বামীর বিরুদ্ধে পণ চাওয়া এবং গৃহবিবাদের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল স্বামীকে। দেওরের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলাও এনেছিলেন ওই মহিলা। ক্যান্সার আক্রান্ত মাকে নির্যাতনের অভিযোগ এনেছেন স্বামী। এত কিছু করেও শাস্তির মুখে পড়লেন অভিযুক্ত স্ত্রী। স্বামী-স্ত্রীর বিবাহবিচ্ছেদের মামলায় সম্মতি তো দিয়েছেই। পাশাপাশি ওই মহিলাকে বম্বে হাইকোর্ট নির্দেশ দিয়েছে তার স্বামীকে ৫০,০০০ টাকা দেওয়ার।
বিচারপতি কমলকিশোর টাটেড় ও বিচারপতি বার্গেস কোলাবাওয়ালার ডিভিশন বেঞ্চ বলেছে, হিন্দু বিবাহ আইন অনুযায়ী নিষ্ঠুরতার শিকার দক্ষিণ মুম্বইয়ের ওই ব্যবসায়ীকে অবশ্যই বিবাহবিচ্ছেদের জন্য অনুমতি দেওয়া উচিত। ব্যক্তির অভিযোগ, এক দশকেরও বেশি সময়ের সম্পর্কে তাঁর স্ত্রী যেভাবে তাঁদের হেনস্থা করেছেন, তাতে তাঁর ও তাঁর পরিবারের বদনাম হয়েছে। সবচেয়ে খারাপ অভিযোগ আনেন তাঁর পেশায় ডাক্তার দেওরের বিরুদ্ধে। যে সময়ের কথা বলা হয়েছে, সে সময় মহিলার দেওর আদালতে ছিলেন বলে প্রমাণিত হওয়ায় ওই মামলা খারিজ হয়ে যায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KrFXa1
May 01, 2018 at 02:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন