হকি দলের নেতৃত্ব পেলেন লাকড়া

নয়াদিল্লি, ২ মেঃ কমনওয়েলথ গেমসের ব্যর্থতা। আর তার জেরেই বদলে গেল ভারতীয় মহিলা হকি দলের নতৃত্বে। আসন্ন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ডিফেন্ডার সুনীতা লাকরা।

আগামী ১৩ মে থেকে কোরিয়ার ডংগে সিটিতে অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। বুধবারই টুর্নামেন্টের জন্য ১৮ জনের ভারতীয় দল ঘোষিত হয়েছে। রানি রামপালকে সরিয়ে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে লাকরার হাতে।

দলের দু’জন গোলকিপার হলেন সবিতা ও স্বাতী। ক্যাপ্টেন সুনীতা ছাড়া রক্ষণভাগে সুযোগ পেয়েছেন দীপিকা, দীপ গ্রেস এক্কা, গুরজিত কউর ও সুমন দেবী।

সাত জন মিডফিল্ডার মনিকা, নমিতা, নিক্কি প্রধান, নেহা, লিলিমা, নভজ্যোত কউর ও উদিতা। আক্রমণভাগে থাকছেন বন্দনা কাতারিয়া, লালরেমসিয়ামি, নভনীত কউর ও অনুপা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2reWHtm

May 02, 2018 at 06:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top