ইন্দোর, ১২ মেঃ শনিবার মাত্র ২৩ দিনের মধ্যে ইন্দোরের জেলা আদালত শিশু অপহরণ, ধর্ষণ ও খুনের ঘটনার রায় দিয়ে নজির সৃষ্টি করলেন বিচারক। অভিযুক্ত নবীনকে ফাঁসির সাজা শোনালেন বিচারক।
উল্লেখ্য, ২০ এপ্রিল ইন্দোরের রাজওয়াড়া এলাকায় এক বহুতলের গেটের কাছে বাবা মা-র সঙ্গে ঘুমোচ্ছিল শিশুটি। ভোরের দিকে তাকে অপহরণ করে সম্পর্কে কাকা নবীন। পরের দিন ওই বহুতলের বেসমেন্ট থেকে রক্তাক্ত অবস্থায় শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় নবীনকে। প্রথমে দোষ অস্বীকার করলেও সিসিটিভি ফুটেজে শিশু অপহরণের ছবি ধরা পড়ে। এরপর জেরায় নিজের দোষ স্বীকার করে নেয় সে।
পকসো আইনে মামলা শুরু হয় জেলা আদালতে। ২১ দিনের মধ্যে মামলা শেষ করেন বিচারক। গত ৭ দিনে ৭ ঘণ্টা করে মামলার শুনানি হয়। দোষী সাব্যস্ত হয় নবীন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Kd4Fdx
May 12, 2018 at 05:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন