রাষ্ট্রসংঘ, ৩১ মেঃ রাষ্ট্রসংঘের শান্তিবাহিনীতে কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ভারতীয়দের। শান্তিবাহিনীর ৭০ বছরের ইতিহাসে বিভিন্ন অপারেশনে কাজ করতে গিয়ে তিন হাজারের বেশি বাহিনীর সদস্য মারা গিয়েছেন।মৃতরা কেউ শান্তিবাহিনীর জওয়ান, কেউ অসামরিক কাজে নিযুক্ত ছিলেন। তাঁদের মধ্যে ১৬৩ জনই ভারতীয়। রাষ্ট্রসংঘের শান্তিবাহিনীতে ভারতীয় সেনা ও অসামরিক প্রতিনিধির সংখ্যা ছয় হাজারেরও বেশি। সদস্য দেশগুলির মধ্যে ভারতই তৃতীয় সর্বোচ্চ প্রতিনিধি দিয়েছে শান্তিবাহিনীতে। এই মুহূর্তে লেবানান, সৌদি আরব, ওয়েস্টার্ন সাহারা সহ বিশ্বের বহু জায়গায় শান্তিবাহিনীর হয়ে কাজ করছেন ভারতীয়রা।
ছবিঃ রাষ্ট্রসংঘের শান্তিবাহিনীতে ভারতীয় জওযানরা।-সংগৃহীত চিত্র
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2kCxc19
May 31, 2018 at 10:22AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন