মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুএবারের আইপিএলে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল তিন দলই। এর পরও প্লে-অফ দৌড় থেকে ছিটকে যায়নি কেউ। শেষ বলে জয়-পরাজয়ের টানটান উত্তেজনার মতো শেষ ম্যাচ পর্যন্ত টিকে আছে তারা। প্লে-অফের লড়াই তাই জমজমাট। প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংসের। ১৩ ম্যাচে হায়দরাবাদের পয়েন্ট ১৮ আর এক ম্যাচ কম খেলা চেন্নাইয়ের ১৬। কলকাতা নাইট রাইডার্স ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে কিছুটা সুবিধাজনক অবস্থায়। আজ হায়দরাবাদকে হারালে তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে দিনেশ কার্তিকের দলের। তবে হারলে ভাগ্য ঝুলবে সুতায়। ১৩ ম্যাচ শেষে মুম্বাই, বেঙ্গালুরু,পাঞ্জাব আর রাজস্থানের পয়েন্ট সমান ১২। মুম্বাইয়ের নেট রানরেট ০.৩৮৪, বেঙ্গালুরুর ০.২৬৪ রাজস্থানের -০.৪০৩ আর পাঞ্জাবের -০.৪৯০। আজ মুখোমুখি রাজস্থান ও বেঙ্গালুরু। এই ম্যাচের হারা দল নিশ্চিতভাবেই ছিটকে যাবে সেরা চারে থাকার দৌড় থেকে। তবে জিতলেও ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে খেলার নিশ্চয়তা নেই রাজস্থানের। কারণ তাদের নেট রানরেট মাইনাসের ঘরে। সে ক্ষেত্রে রাজস্থানকে প্রার্থনা করতে হবে যেন শেষ ম্যাচে মুম্বাই জিততে না পারে দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে। মুম্বাই জিতে গেলে কপাল পুড়বে রাজস্থানের। আর বিরাট কোহলির দল যদি রাজস্থানকে বড় ব্যবধানে হারায় তাহলে শেষ ম্যাচে মুম্বাই জিতলেও প্লে-অফে যেতে পারে বেঙ্গালুরু। তেমনি আশা শেষ হয়ে যায়নি পাঞ্জাবেরও। গত পরশু শীর্ষে থাকা হায়দরাবাদকে ১৪ রানে হারিয়ে আশা টিকিয়ে রেখেছে বেঙ্গালুরু। এবি ডি ভিলিয়ার্সের ৬৯, মইন আলীর ৬৫ আর কলিন ডি গ্র্যান্ডহোমের ৪০-এ ২১৮ রানের বড় সংগ্রহ গড়েছিল তারা। এই রানপাহাড়ে চাপা না পড়ে হায়দরাবাদও লড়াই করছিল পাল্লা দিয়ে। কিন্তু ৪২ বলে ৮১ করা কেন উইলিয়ামসন ফেরার পর আর জেতা হয়নি সাকিব আল হাসানদের। এর পরও ১৮ পয়েন্ট পাওয়া হায়দরাবাদের কোয়ালিফায়ার নিশ্চিত হয়ে গেছে। ফাইনালে পৌঁছানোর লড়াইয়ে চেন্নাইয়ের মুখোমুখি হওয়াটা একপ্রকার নিশ্চিত তাদের। ক্রিকইনফো সূত্র: ক্রিকইনফো আর/০৭:১৪/১৯ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Le3gou
May 19, 2018 at 02:09PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন