মুম্বাই, ২৭ মে- ভারতীয় সিনেমার সোনালি যুগের পাকিজা খ্যাত অভিনেত্রী গীতা কাপুর মারা গেছেন। অভিনেত্রীর ঘনিষ্ঠজনরা বলেছেন সন্তানদের অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে। প্রযোজক অশোক পণ্ডিত বলেন, গীতার শারীরিক কোনও অসুস্থতা ছিল না। তবে মানসিক ভাবে ভেঙে পড়েছিল ও। বিগত একবছর ধরে ছেলে-মেয়েকে একবার চোখের দেখা দেখতে উৎসুক হয়ে উঠেছিল ও। কিন্তু কেউ আসেনি মায়ের সঙ্গে দেখা করতে। যা ভেতর থেকে খোকলা করে দিয়েছিল ওকে। ছেলে-মেয়েদের ব্যস্ত জীবনে মায়ের কোনও জায়গা নেই। তাই বিগত কয়েক বছর ধরে, গ্ল্যাম গার্ল গীতা কাপুরের শেষ ঠিকানা ছিল বৃদ্ধাশ্রম। জানা গেছে, এমনকি অনেকটা সময় চলে গেলেও হাসপাতালে আসেননি অভিনেত্রীর কোনও সন্তান। ভারতীয় সিনেমার সোনালি যুগের এই অভিনেত্রী প্রায় শতাধিক সিনেমাতে অভিনয় করেন বলে জানা যায়। তবে তার সহ অভিনেতাদের মতে এ সংখ্যা ২০ থেকে ২৫টি। তিনি ধর্মেন্দ্রর বিপরীতে রাজিয়া সুলতানাতে অভিনয় করেন। পরিচালক কমল আমরোহি পাকিজা সিনেমায় রাজকুমারের দ্বিতীয় স্ত্রীর ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেত্রী গীতা কাপুর। ভারতীয় সময় আজ সকাল ৯টায় মুম্বাইয়ের এক বৃদ্ধাশ্রমে পরলোকগমন করেন এই অভিনেত্রী। সূত্র: একুশে টিভি এমএ/ ০১:০০/ ২৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xjmgyI
May 27, 2018 at 07:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top