সদ্যই পর্দা নেমেছে আইপিএলের ১১তম আসরের। যেখানে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে চেন্নাই সুপার কিংস। শিরোপা হাতছাড়া হলেও গোটা টুর্নামেন্টে দাপট দেখিয়েছেন অরেঞ্জ আর্মিরা। তার অন্যতম কাণ্ডারি ছিলেন সাকিব আল হাসান। ২০১১ সালে আইপিএলে খেলা শুরু করেন সাকিব। তা নিয়ে দীর্ঘ সাত বছর কলকাতা নাইট রাইডার্সে ছিলেন তিনি। এর মধ্যে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে দুবার শিরোপায় চুমু এঁকেছেন। তবে এবার তাকে ছেড়ে দেয় নাইটরা। সুযোগটা লুফে নেয় হায়দরাবাদ। মাত্র দুই কোটি রুপিতে বিশ্বসেরা অলরাউন্ডারকে ডেরায় ভেড়ায় দলটি। তবে সাবেক চ্যাম্পিয়নদের হয়ে সাকিব যে পারফরম করেছেন তা ৯ কোটি রুপির সমান। দাবি ইসএসপিএন ক্রিকইনফোর। সম্প্রতি এবারের আইপিএলের পারফরম্যান্স নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইটটি। সেখানে ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, সাকিবকে যে পরিমাণ অর্থ দিয়ে কিনেছে হায়দরাবাদ, তার চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি অর্থের পারফরম করেছেন এ অলরাউন্ডার। ২ কোটি রুপির এ খেলোয়াড় দলটিকে ফেরত দিয়েছেন ৯ কোটি! বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১ কোটি টাকা। বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে কিনে মোটেও ঠকেনি ফ্র্যাঞ্চাইজিটি। নতুন ঠিকানায় অনন্য পারফরম করেছেন সাকিব। ব্যাট ও বল হাতে দারুণ দেখিয়েছেন তিনি। ১৩ ইনিংসে ২১ গড়ে ব্যাট হাতে করেছেন ২৩৯ রান। ছিলেন দলের সেরা পাঁচ রান সংগ্রাহকের একজন। বল হাতেও সমান উজ্জ্বল এ অভিজ্ঞ অলরাউন্ডার। ১৭ ম্যাচে তার শিকার ১৪ উইকেট। এ তালিকায় সবার ওপরে আছেন কেন উইলিয়ামসন। মাত্র তিন কোটি রুপিতে তাকে দলে টানে হায়দরাবাদ। পারফরম্যান্সের বিচারে যার মূল্য ১০ কোটি রুপি। অর্থাৎ দলটিকে তিন গুণের বেশি অর্থ ফেরত দিয়েছেন তিনি। তাদের সঙ্গী কিংসদের শিরোপা জেতানো অজি ক্রিকেটার শেন ওয়াটসন ও আম্বাতি রাইডুও। সূত্র: যুগান্তর এমএ/ ০৩:২২/ ৩১ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LJFBMG
May 31, 2018 at 09:59PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন