আফগানিস্তানের ক্রিকেটার হিসেবে তিনি পরিচিত হলেও এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে চমকে দিয়েছেন তিনি। তার টিম চ্যাম্পিয়ন হতে না পারলেও বল হাতে সুপারহিট লেগ স্পিনার রশিদ খান। ইডেনে কেকেআরের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে আবার শুধু বলেই নয়, ব্যাট হাতেও চমকে দিয়েছিলেন তিনি। রশিদের অলরাউন্ড পারফরম্যান্সেই ওই ম্যাচ জেতে হায়দরাবাদ। আফগান লেগ স্পিনারের পারফরম্যান্সে এতটাই মুগ্ধ ভারতীয় সমর্থকরা যে রশিদকে ভারতের নাগরিকত্ব দেওয়া হোক, এমন দাবিও ওঠে। কিন্তু সেই জল্পনায় ইতি টানলেন রশিদ নিজেই। জানালেন আফগানিস্তানই তার দেশ এবং একজন আফগান হিসেবে তিনি গর্বিত। রশিদের ভারতের নাগরিকত্ব পাওয়ার বিষয় টুইট করেন খোদ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যুইট করে তিনি জানান, আফগানিস্তানের গর্ব রশিদ খান। আমার ভারতীয় বন্ধুদের ধন্যবাদ, ওকে স্কিল প্রদর্শনের জন্য এত বড় প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। রশিদ ক্রিকেটের একজন সম্পদ। আমরা ওকে ছাড়ছি না। রশিদ খানকে নিয়ে ট্যুইট করেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আতিফ মাশালও। তিনি বলেন, রশিদ খানের চাহিদা এখন সব জায়গায় বাড়ছে। কিন্তু ও কোথাও যাচ্ছে না। একজন আফগান ক্রিকেটার হতে পেরে ও গর্বিত। এর উত্তরে ট্যুইট করেন রশিদ খান নিজেই। তিনি বলেন, আমি আফগানিস্তানের নাগরিক হিসেবে গর্বিত। নিজের দেশের জন্য সবসময় লড়াই চালিয়ে যাব। সূত্র: পূর্ব পশ্চিম এমএ/ ১২:০০/ ২৯ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2kyuh9W
May 29, 2018 at 06:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top