ব্যবহার হোক অব্যবহৃত ১২,০৬৬ একর জমি, রাজ্য সরকারগুলিকে চিঠি রেলের

নয়াদিল্লি, ৬ মেঃ গোটা দেশে রেলওয়ের প্রায় ১২,০৬৬ একর জমি ব্যবহার হচ্ছে না। সেই জমি হয় কিনে নেওয়া হোক অথবা উন্নয়নমূলক প্রকল্পের জন্য বিনিময় করা হোক। রেলওয়ে বোর্ডের তরফে মোট ১২টি রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছে, পশ্চিমবঙ্গ, গুজরাত, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, পঞ্জাব, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, কর্নাটক, উত্তর প্রদেশ, ছত্তিশগড় ও অসম রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, রাজ্যে মনে করলে এই জমিতে রাস্তা তৈরি করতে পারে। অথবা অন্যভাবে ব্যবহার করা যেতে পারে। তবে তা বাজার দরে, হস্তান্তরের দিন যে দাম থাকবে সেই দামে কিনে নিতে হবে। পাশাপাশি বিনিময়ের মাধ্যমেও রেলওয়ের জমি নিতে পারে রাজ্য সরকার, তাতে উন্নয়নমূলক কাজ করতে হবে।

রেল জানিয়েছে, লাইন নির্মাণের জন্য এই সব জমির বেশিরভাগই অধিগ্রহণ করে তারা। উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও অসমে ১০০ বছরেরও বেশি সময় ধরে ফাঁকা পড়ে রয়েছে জমি।

জানা গিয়েছে, রাজ্য সরকারগুলি এই জমির প্রতি আগ্রহ দেখালে হাজার হাজার কোটি টাকা রোজগার হতে পারে রেলের। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে এব্যাপারে প্রস্তাব পাঠানোর জন্য রাজ্যগুলিকে অনুরোধ করা হয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2whieqi

May 06, 2018 at 03:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top