কাজের চাপে আত্মঘাতী হলে তার দায় বসে নয়ঃ সুপ্রিমকোর্ট

নয়াদিল্লি, ২৭ জুনঃ যদি কেউ প্রচন্ড কাজের চাপে মানসিক অবসাদে আত্মহত্যা করে, তাহলে দায় বস-এর ওপর বর্তাবে না। একটি মামলার পরিপ্রেক্ষিতে এমন রায় দিল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের রায়ে বক্তব্য, ঊর্ধ্বতন কোনো কর্মী যদি অধঃস্তন কর্মীর ওপর প্রচুর কাজের দায়িত্ব দেন, তার মানেই এই নয়, ওই অফিসারের মাথায় কোনো অপরাধমূলক ষড়যন্ত্র কাজ করছে। ওই কর্মীকে হেনস্তা বা আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার উদ্দেশ্যে কর্মী কাজ চাপাচ্ছেন, এটা ভাবা ঠিক নয়।
২০১৭ সালের আগাস্টে ঔরঙ্গাবাদে কিশোর পরাশর নামে মহারাষ্ট্র সরকারের শিক্ষা দপ্তরের এক কর্মী আত্মহত্যা করেন। আত্মঘাতী ব্যক্তির স্ত্রী অভিযোগ দায়ের করেন অফিসের বসের বিরুদ্ধে অতিরিক্ত কাজের চাপ দেওয়ার। মামলাটি প্রথমে বম্বে হাইকোর্টে এবং তারপর শীর্ষ আদালতে যায়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2lAfAU8

June 27, 2018 at 02:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top