বর্তমানে টেলিভিশন নাটকের সবচেয়ে জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব। ইউ গট দ্য লুক থেকে উঠে আসা অপূর্ব সমসাময়িক প্রজন্মের নিকট স্টাইল আইকনও বটে। তাঁকে অনুসরণ করে প্রজন্মের ছেলেরা। তার স্টাইল, দাড়ি, ড্রেসআপ-এসব তরুণদের নিকট অনুকরণীয়ই বটে! তরুণ প্রজন্ম ছাড়াও তার সন্তানও তাকে ভিষণ অনুসরণ করে। অপুর্বের ছোট পুত্র জাইয়ান এখনো অনেক ছোট। কিন্তু এই বয়সেই প্রতিটি পদক্ষেপে বাবাকে অনুসরণ করে। সম্প্রতি বাবার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান সে। মনোযোগী অভিনেতার মতো বাবার দেখাদেখি পরিচালকের নির্দেশনাও শুনেন। ১ মে থেকে পুরোদস্তুর অভিনেতাই হয়ে গেল জাইয়ান। সেদিন থেকে বাবা অপূর্বর সঙ্গে সে অভিনয় করছে শিহাব শাহীনের একটি টেলিছবিতে, নাম বিনি সুতার টান। এই টেলিছবিতে অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, জাকিয়া বারী মমসহ অনেকে। ছোট্ট জাইয়ানকে দিয়ে অভিনয় করানো প্রসঙ্গে পরিচালক শিহাব শাহীন বলেন, আমার গল্পে তিন-চার বছরের একটি চরিত্র ছিল। সে টেলিছবিতে অপূর্বর ছেলে হবে। তখনই মাথায় এল, সত্যিকারের ছেলেই যদি টেলিছবিতেও অপূর্বর ছেলের অভিনয় করতে পারে, তাহলে তো সুবিধা। একসঙ্গে বাবা-ছেলে মিলে অভিনয় করলে বাড়তি ভোগান্তিতে পড়তে হবে না। পরিচালকের বুদ্ধিমত্তা যে ঠিকঠাক কাজে লেগেছে, সেটা বোঝা গেল শুটিংয়ের দিন থেকেই। প্রথম দিন শুটিং করার কথা ছিল সাতটি দৃশ্যের। কোনো ধরনের ঝামেলা ছাড়াই খুদে অভিনেতাকে নিয়ে পরিকল্পনামাফিক শুটিং শেষ হয়েছে। ছেলের সঙ্গে অভিনয় করে দারুণ উচ্ছ্বসিত অপূর্ব। বলেন, আমার জন্য এটা দারুণ ব্যাপার। জাইয়ানের সঙ্গে এত দ্রুত এভাবে অভিনয় করা হবে ভাবিনি। আমার ছেলেটাও দারুণ করছে। কোনো শট এনজি (নট গুড) হচ্ছেই না। মজার ব্যাপার হলো, পুরো টেলিছবিতে ওর সঙ্গেই বেশির ভাগ দৃশ্য। আরও পড়ুন: বিয়ের রাতেই ফাইনাল ম্যাচ খুদে এই তারকার সম্মানী কত? জানতে চাইলে পরিচালক হাসতে হাসতে বললেন, তার সম্মানী দিয়ে শেষ করা যাবে না। আমার টেলিছবির অন্যতম তারকা সে। ওর কাজকে সম্মানীর মাপকাঠি দিয়ে মাপা সম্ভব নয়। আসছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় প্রচারিত হবে বিনি সুতার টান। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/০৯:০০/ ০৯ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JuXnlj
June 10, 2018 at 12:25AM
09 Jun 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top