শিলিগুড়িতে পণের বলি গৃহবধূ, গ্রেফতার দুই

শিলিগুড়ি, ২ জুনঃ পণ না মেলায় গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল তাঁর স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে। শিলিগুড়ির সমরনগর বটতলা এলাকার ঘটনা। মৃত গৃহবধূর নাম তুলসী চক্রবর্তী(৩২)। স্বামী অমিত চক্রবর্তী ও শ্বশুর দীপক চক্রবর্তীকে গ্রেফতার করেছে প্রধাননগর থানার পুলিশ।

জানা গিয়েছে, ২০১৬ সালে শামুকতলার বাসিন্দা তুলসীর সঙ্গে বিয়ে হয়েছিল অমিতের। তারপর থেকেই পণের জন্য নিত্য তার ওপর অত্যাচার চালাত স্বামী। একটি মুদি দোকান রয়েছে অমিতের। মেয়ে আত্মহত্যা করেছে বলে ৩১ মে রাতে তুলসীর বাপের বাড়িতে খবর যায়। খবর পেয়ে পৌঁছায় তুলসীর বাপের বাড়ির লোকজন। সেখানে পৌঁছে দেখতে পান মেয়ের দেহ ঝুলছে। সারা গায়ে ছিল ক্ষতচিহ্ন। এরপরই মেয়ের বাড়ির তরফে থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগ পেয়েই আজ সকালে দুজনকে গ্রেফতার করে প্রধাননগর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ডিসিপি জোন ২ তরুণ হালদার।

সংবাদদাতাঃ রাহুল মজুমদার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2sq0NiD

June 02, 2018 at 06:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top