‘অন্দরকাহিনী’-র হাত ধরে সেরা অভিনেত্রীর শিরোপা পেলেন প্রিয়াঙ্কা

কলকাতা, ২৫ জুনঃ ‘অন্দরকাহিনী’-র জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হলেন প্রিয়াঙ্কা সরকার। হায়দরাবাদ ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর শিরোপা জিতে নেন তিনি। পরিচালক অর্ণব কে মিদ্যার হাত ধরেই সেরার মুকুট মাথায় পরলেন অভিনেত্রী।

৪ মহিলার জীবন এবং তাঁদের সম্পর্কের বিভিন্ন পর্যায় দেখানো হয়েছে অর্ণব মিদ্যার সিনেমা ‘অন্দরকাহিনী’-তে। সেরা অভিনেত্রী হিসেবে বেছে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা। দর্শক যে তাঁর উপর ভরসা রেখেছেন তার জন্য কৃতজ্ঞ বলেও জানিয়েছেন তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MkLaRb

June 25, 2018 at 04:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top