কিয়েভে টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জেতার পর ক্লাব ছাড়ার বিতর্কিত বক্তব্য দেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং গ্যারেথ বেল। আর তার কয়েকদিন পরই রিয়াল ছাড়ার ঘোষণা দেন দলকে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতানো কোচ জিনেদিন জিদান। জিদানের রিয়াল ছাড়ার আকস্মিক ঘোষণা কেউই আশা করেনি। এ যেন বিনা মেঘে বজ্রপাত। তবে কি ফরাসি কোচের রিয়াল ছাড়ার সাথে বেল ও রোনালদোর দেয়া বক্তব্যের কোন যোগসূত্র রয়েছে? এমনটিই মনে করছেন স্প্যানিশ ফুটবল পণ্ডিত গুইলেম বালাগে। বেল ও রোনালদোর বক্তব্য জিদানকে রিয়াল ছাড়ায় প্রভাবিত করেছে বলে মনে করছেন তিনি। তার ধারণা, দলের দুই তারকার দেয়া এমন বক্তব্যের পর খেলোয়াড়দের সাথে দূরত্ব বেড়ে গিয়েছে বলে মনে করেছেন জিদান। যার কারণেই তার এমন আকস্মিক সিদ্ধান্ত। বালাগে বলেন, সতীর্থদের সাথে উদযাপন করার পরিবর্তে ক্রিশ্চিয়ানো রোনালদো তার ভবিষ্যৎ নিয়ে কথা বলার সিদ্ধান্ত নেয় এবং গ্যারেথ বেলের ভবিষ্যৎ নিয়েও সন্দেহ ছিলো। এটা জিদানের পদত্যাগের মাঝে ভূমিকা রেখেছে। হঠাৎ করেই সে (জিদান) খেলোয়াড় এবং ম্যানেজারের মাঝে দূরত্ব অনুভব করে। সে কারণেই তাকে ক্লাব ছাড়তে হয়। এছাড়া ক্লাবে জিদানের উত্তরসূরি নিয়েও কথা বলেছেন বালাগে। বালাগে বলেন, আমরা জানি যে ফ্লোরেন্তিনো পেরেজ আর্সেন ওয়েঙ্গারকে পাওয়ার চেষ্টা করেছে এর আগে। ওয়েঙ্গার তখন পেরেজকে না বলেছে। কিন্তু এখন তার কোনো চাকরি নেই। থমাস টুশেল এখন পিএসজিতে আছে, অ্যালেগ্রির নতুন চুক্তি করার কথা চলছে কিন্তু সে এখনো সাইন করেনি। অ্যান্তোনিও কন্তেকেও এই তালিকায় রাখা যেতে পারে। যদিও তার খেলার ধরণ রিয়ালের খেলার ধরণের সাথে যায় না। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/০৮ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JsEXBR
June 08, 2018 at 11:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top