অনেক আগেই গুঞ্জন শোনা গিয়েছল রাজনীতিতে যোগ দিচ্ছেন মিষ্টার মাগুরা ও নড়াইল এক্সপ্রেস। কিন্তু এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছিলেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজা। তবে এবার রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারে কথা বললেন মিষ্টার মাগুরা সাকিব আল হাসান। রাজনীতি করা নিয়ে হাঁড়ির খবর জানালেন সাকিব। সাকিব আল হাসান এখন ঈদের ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে অবাস্থান করছেন। তবে সাকিব বলেন, আমরা সবাই পলিটিশিয়ান। কেউ নিজের পরিবারে, কেউ নিজ নিজ জায়গায়। আপাতত পরিবারের পলিটিশিয়ানের দায়িত্ব পালন করছি। ভবিষ্যত সমন্ধে বলা কঠিন। কিন্তু এখন আমার লক্ষ্য ক্রিকেট খেলা, যতদিন সম্ভব দেশকে সার্ভিস দেওয়া। আরও পড়ুন: উইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে নেই মোস্তাফিজ-তাসকিন-সাব্বির সাকিবের এই কথা থেকে স্পষ্টই জানা গেল তিনি এখন রাজনীতিতে যোগ দিচ্ছেন না। তিনি আরো বলেন,অল্প বয়সে জাতীয় দলে চান্স পাওয়াতে আমার অভিজ্ঞতা বেশি। আলোচনা সমালোচনা হতেই পারে। রাজনৈতিক ব্যাপারে আমার চেয়ে মানুষের আগ্রহ বেশি। রাজনীতি নিয়ে যত আলোচনা কম হবে ততই ভালো। আমার এখন তেমন এই ব্যাপার নিয়ে চিন্তা ভাবনাও নেই। আরএস/০৯:০০/ ১৯ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2M6mMmv
June 19, 2018 at 10:10PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন