৩০টি মার্কিন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বাড়াল কেন্দ্র

নয়াদিল্লি, ১৬ জুনঃ ভারতীয় পণ্যের ওপর শুল্ক বসিয়ে সম্প্রতি ২৪১ মিলিয়ন ডলার আদায় করা শুরু করেছিল মার্কিন প্রশাসন। এর জবাবে ৩০টি মার্কিন দ্রব্যের উপর ৫০ শতাংশ শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। ওয়ার্ল্ড ট্রেড ইউনিয়নকে সেইমতো একটি তালিকা তৈরি করে জমা দেওয়া হয়েছে।

গত মার্চে ভারতীয় স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছিল আমেরিকা। এর ফলে ক্ষতির মুখে পড়ে ভারতীয় ব্যবসায়ীরা। লাভ করছিল ওয়াশিংটন। এবার এর জবাবে মার্কিন পণ্যের ওপর পালটা ৫০ শতাংশ শুল্ক বাড়াল ভারত।
গতমাসেই আপেল, বাদাম এবং মোটরসাইকেল-সহ ২০টি মার্কিন পণ্যের উপর শুল্ক বাড়িয়েছিল নয়াদিল্লি। ২০১৬-১৭ আর্থিকবর্ষে মোট ৪২.২১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমেরিকায় রপ্তানি করেছিল ভারত। ২২.৩ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছিল।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JTk6rz

June 16, 2018 at 06:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top