ফুটবল মাঠে সতীর্থদের উদ্ধারকারী ভূমিকায় গোলরক্ষক। তিউনেসিয়ার গোলরক্ষক চোটের ভান করায় সতীর্থরা সুযোগ পেলেন রোজা ভাঙার সেরে নিলেন ইফতার । রমজান চলছে। তারই মধ্যে ফুটবল ম্যাচ। উপোস ভেঙে খাওয়ার সুযোগই নেই। কি হবে? ঠিক সেই সময় উদ্ধারকারীর ভূমিকায় এগিয়ে এলেন গোলরক্ষক। চোটের ভান করে শুয়ে পড়লেন মাঠে। আর সেই সুযোগে তার সতীর্থরা সেরে ফেললেন ইফতার। পানি এবং হাল্কা স্ন্যাকস খেয়ে রমজানের ইফতার করেলেন তিউনেসিয়ার ফুটবলাররা। এরকমই ঘটনা ঘটেছে পর্তুগাল-তিউনেসিয়া প্রস্তুতি ম্যাচে। ম্যাচের মাঝখানে রমজানের কারনে ক্রমশ কাহিল হয়ে পড়েছিলেন তিউনেসিয়ার ফুটবলাররা। ঠিক সেসময় বুদ্ধি করে তেইশ বছরের গোলরক্ষক মোয়েজ হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। ডাকা হয় মেডিক্যাল টিমকে। সেই সুযোগে তার সতীর্থরা পানি ও হালকা খাবার খেয়ে নেন। শুধু পর্তুগাল ম্যাচেই নয়, তুরস্ক ম্যাচেও মোয়েজ হোসেন এরকমভাবে চোটের ভান করে ইফতার করার সুযোগ করে দিয়েছিলেন ফুটবলারদের। সূত্র: পূর্বপশ্চিম এমএ/ ০১:১১/ ০৬ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2M1y24g
June 06, 2018 at 07:17PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন