শিশু মৃত্যুতে তদন্তের দাবিতে আন্দোলন

শিলিগুড়ি, ১৩ জুনঃ সদ্যোজাতর মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে আন্দোলনে নামল গণতান্ত্রিক মহিলা সমিতি এবং যুব ফেডারেশন (ডিওয়াইএফআই)। বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করেন দুটি সংগঠনের সদস্যরা। এদিন মেডিকেল সুপার কৌশিক সমাজদারের সঙ্গে দেখা করে নিরপেক্ষ তদন্তের পাশাপাশি আয়া রাজ নিয়ে সরব হন তাঁরা। মেডিকেল সুপার জানান, মৃতদেহ ময়নাতদন্ত করা হয়েছে। তার রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

প্রসঙ্গত, হাসপাতালে কর্তব্যরত কর্মীর হাত থেকে পড়ে এক সদ্যোজাতর মৃত্যুর অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে উত্তেজনা ছড়ায়। অভিযোগ পেয়ে পৃথক কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

সংবাদদাতাঃ সানি সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JDuPpQ

June 13, 2018 at 06:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top