লন্ডন, ২৪ জুন- হোয়াইটওয়াশের মিশনে মাঠে নেমে দারুণ সূচনা করেছে ইংল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ে নামা অজিদের আটকে দেয় মাত্র ২০৫ রানে। আধুনিক ক্রিকেটে এই রান মামুলি বটে তার উপর দলটা যদি হয় ইংল্যান্ড তবে তো আর কথাই নেই। কিছুদিন আগে এই ইংলিশরা সিরিজের তৃতীয় ম্যাচে ওডিআই ইতিহাসের সর্বোচ্চ রান করে। শুরুটা দুর্দান্ত করলেও মঈন আলীর বোলিং তোপে মাত্র ৩৪ ওভারেই গুটিয়ে যায় টিম পেইনের দল। মঈন আলী একাই নেয় ৪টি উইকেট। অস্ট্রেলিয়ার পক্ষে টিম হেড করে সর্বোচ্চ ৫৬ রান। ২০৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে স্টেনলেক, রিচার্ডসনদের বোলিং তোপে মাত্র ৫০ রানে ৫ উইকেট হারায় থ্রী লায়ন্সরা। বিধ্বস্ত ইংল্যান্ডের হাল ধরেন আইপিএল কাঁপানো জস বাটলার। অলরাউন্ডার মঈন আলী কিছুক্ষণ বাটলারকে সঙ্গ দিলেও ১৬ রানের বেশি করতে পারেননি তিনি। রিচার্ডসনের জোড়া শিকারে ফিরেন টম ক্যারান ও লিয়াম প্লাঙ্কেট। ১১৪ রানে আট উইকেট হারায় মরগান বাহিনী। ওয়ান ম্যান আর্ম বাটলার একপ্রান্তে দাঁড়িয়ে থেকে সঙ্গিদের আসা যাওয়া দেখছেন। রশিদকে নিয়ে আবার জয়ের পথে হাটতে শুরু করে বাটলার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান। ৭৭ রান নিয়ে ব্যাট করছে বাটলার। সূত্র: গোনিউজ২৪ আর/১০:১৪/২৪ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Kh2vdn
June 25, 2018 at 04:30AM
24 Jun 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top