নিরাপদে আছে রত্নভান্ডারের মূল্যবান সামগ্রী, জানাল জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ

পুরী, ৬ জুনঃ পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভান্ডারের চাবি হারিয়ে যাওয়া নিয়ে শোরগোল তৈরি হওয়ার পর মন্দিরের পরিচালন কর্তৃপক্ষের দাবি, মূল্যবান রত্নসামগ্রী নিরাপদ হেপাজতেই আছে। চাবির হদিশ মিলছে না বলে খবর ছড়ানোর পর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন। তারপরই বিবৃতি দিয়ে উদ্বেগ দূর করতে এ কথা জানায় দ্বাদশ শতকের মন্দিরের পরিচালন কর্তৃপক্ষ।

উল্লিখ্য, পুরীর জগন্নাথ মন্দিরের দ্বাদশ শতাব্দীর রত্নভাণ্ডারের চাবি হারিয়ে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পুরীর শঙ্করাচার্য ও স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। বিষয়টি নিয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JdsdTE

June 06, 2018 at 12:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top