দেরাদুন, ০৩ জুন- সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৬৮ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে আফগান। এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। ভারতের রাজীব গান্ধী স্টেডিয়ামে আফগানিস্তানের ব্যাটিংয়ে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান দারুণ শুরু করে। ম্যাচের ১০ ওভার পর্যন্ত ম্যাচটা আফগানিস্তানের দিকেই ছিল। পরের ২ ওভারেই চালকের আসনে চলে আসে বাংলাদেশ। এর মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে আফগানরা। বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেয় রুবেল হোসেন। উসমান ঘানির স্ট্যাম্প উড়িয়ে দিয়ে আফগান শিবিরে আঘাত হানার শুরুটা করেন ডানহাতি এ পেসার। এর পরে সাকিব ফেরান মোহাম্মদ সেজাদকে। বোলিংয়ে এসে আফগান শিবিরে কাঁপন ধরিয়ে দেন মাহমুদ উল্লাহ রিয়াদ। জারদান ও মোহাম্মদ নাবীকে বিদায় করে চেপে ধরে আফগানদের। বাংলাদেশি পেশার আবুল হোসেন নিয়েছেন দুটি উইকেট। তবে দারুণ এক উদ্বোধনী জুটি গড়েন মোহাম্মদ শাহজাদ ও ঘানি। ঘানি ২৪ বলে ২৬ রান করে ফিরে যান। নাজমুল ইসলাম অপু নিজের প্রথম ওভারে মাত্র চার রান দিলেও পরের ওভারে গুনেছেন ১৫ রান। আফগানদের পক্ষে সামিউল্লাহ শেনওয়ারি ১৮ বলে ৩৬ রানে এক ঝড়ো ইনিংস খেলে দলকে ভালো একটি সূচনা এনে দেন। নির্ধারিত ২০ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৬৭ রান। অর্থাৎ তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১২০ বলে ১৬৮ রান। সূত্র: জাগোনিউজ২৪ আর/০৭:১৪/০৩ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2syDQJw
June 04, 2018 at 04:41AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন