শাকিব খান ও বুবলী অভিনীত ছবি সুপার হিরো আসন্ন ঈদকে টার্গেট করে নির্মাণ করা হয়েছিল। সবকাজ শেষ করে গেল সোমবার বিকেল ৩ টার পর ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়ে। তবে ঈদের আগে ছবিটি সেন্সরে প্রদর্শন হবে কি না তা নিশ্চিত করতে পারছেন না সেন্সর বোর্ড সংশ্লিষ্টরা। এদিকে মঙ্গলবার একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করে জানিয়েছে, ঈদে সুপার হিরো মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কেননা এই বিষয়ে আদালতে একটি শুনানী হবে। যার তারিখ নির্ধারণ করা হয়েছে ঈদের পর। এ বিষয়ে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, এখন পর্যন্ত ছবিটি সেন্সরে প্রদর্শিত হয়নি। প্রদর্শিত হলে জানতে পারবে। আজ (মঙ্গলবার) ছবিটি প্রদর্শিত হবে কি না? এমন প্রশ্নের জবাবে আজিজুর রহমান বলেন, এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঈদের আগে সেন্সর হবার সম্ভাবনা রয়েছে কি না- এই প্রশ্নের জবাবেও তিনি বলেন, এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আইনি কোনো জটিলতা আছে কি না সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারলেন না ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান। ঈদের আগে আজকে (মঙ্গলবার) ছাড়া কার্য দিবস রয়েছে দুইটি। এই সময়ে সুপার হিরোর সেন্সর মিলবে কি না তা অনিশ্চিত। এ বিষয়ে ছবিটির পরিচালক আশিকুর রহমান জানান, ছবিটি সেন্সরে জমা দিয়েছেন। ঈদের আগে সেন্সর পাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ঈদের শেষ মুহূর্তের কাজ নিয়ে ব্যস্ত রয়েছি। কোনো হালনাগাদ তথ্য পেলে জানাবো। এদিকে ঈদের বাকি তিন দিনের মতো। অথচ ঈদে কোন কোন ছবি মুক্তি পাবে সেটাই চূড়ান্ত নয়। এমন অবস্থাকে প্রযোজকদের জন্য আত্মঘাতি সিদ্ধান্ত বলে মনে করেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, সিনেমা মুক্তি দিতে হলে আগে থেকেই সব জটিলতা কাটিয়ে পরে মুক্তির তারিখ চূড়ান্ত করতে হয়। মুক্তির তারিখ ঠিক রেখে প্রচার প্রচারণা, পোস্টারিং করে মানুষকে জানাতে হয়। অথচ তিন দিন পর ঈদ, আমাদের সিনেমায় এখনো চূড়ান্ত হয়নি। এতো তাড়াহুড়ো করে সিনেমা মুক্তির বিষয়টি আমার আত্মঘাতি সিদ্ধান্ত বলে মনে হয়। সুপার হিরোর বিরুদ্ধে একটি অভিযোগ আসে চলচ্চিত্রের পক্ষে বিদেশে শুটিং করতে যাওয়ার সময় কোনো প্রকার অনুমতি নেওয়া হয়নি। স্ব-প্রণোদিত হয়ে নিপা এন্টার প্রাইজ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান তথ্যমন্ত্রণালয়ে বিষয়টি অবহিত করে। একইসাথে ঢাকাই চলচ্চিত্রের স্বার্থে ছবিটিকে সেন্সর প্রদান না করতে অনুরোধ করা হয়। তথ্য মন্ত্রণালয়ে ছবিটির প্রযোজক তাপসী ফারুক দুঃখ প্রকাশ করে শুটিং পরবর্তী সময়ে বিষয়টি অনুমতি প্রদানের জন্য গত ১৫ মে আবেদন জানান। একই সাথে বিষয়টি অবগত না থাকায় দুঃখও প্রকাশ করেন। আবেদন পত্রে উল্লেখ করেছেন ছবিটি আসন্ন ঈদে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সেন্সর বোর্ডে ছবিটি জমা দিতে গিয়ে বিদেশে শুটিংয়ের অনুমতির বিষয়টি সম্পর্কে অবগত হন। তথ্যমন্ত্রণালয়ে হার্টবিট প্রোডাকশনের পক্ষে আবেদন পত্রে বলা হয় অস্ট্রেলিয়ায় তিনটি গান ও কিছু দৃশ্যের শুটিং করা হয়েছে। আজ মঙ্গলবার ফের উপ সচিব শাহীন আরা বেগমের সাথে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট বিভাগে তিনি নেই বলে জানান। আরও পড়ুন: শাকিব যাচ্ছেন ওমরায় চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, আমি শুনেছি মন্ত্রণালয় থেকে জটিলতা কাটিয়েছে সুপার হিরো সেন্সরে জমা পড়েছে। সেন্সর বোর্ড সবকিছু দেখভাল করার পর চাইলে সুপার হিরো মুক্তির অনুমতি দিতে পারে। বেলা ১ টা নাগাদ যখন কথা হচ্ছিল নওশাদ তখনও জানেন না সেন্সরে ছবিটি কবে প্রদর্শন হবে। তিনি বলেন, ৩ টার পরেও ছবি প্রদর্শিত হয়। তবে সেক্ষেত্রে যারা সদস্য আছেন তারা ১০-১১ টার মধ্যে সেন্সর থেকে ফোন পান। কিন্তু সুপার হিরোর সেন্সরে প্রদর্শনের জন্য এখনও কল পাইনি। তথ্যসূত্র: চ্যানেল আই আরএস/০৯:০০/ ১৩ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2t1hJf3
June 13, 2018 at 06:46PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন