সম্পত্তির লোভে মাকে মারধরের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে

রায়গঞ্জ, ১ জুনঃ সম্পত্তি লিখে না দেওয়ায়  মা’কে মারধরের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। জখম ওই বৃদ্ধার নাম নন্দরানী পাল(৬৫)। বাড়ি কালিয়াগঞ্জ থানার মোস্তাফা নগর গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় তিনি রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি। জানা গিয়েছে, নন্দরানীদেবীর  দুই ছেলে। বিমল পাল পেশায় রংমিস্ত্রি ও লিটন পাল তিনি প্যান্ডেলের কাজ করেন।  নন্দরানীদেবীর বড়ো ছেলে রায়গঞ্জ শহর সংলগ্ন কাশিবাটি এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। এদিন সকালে ফোন মারফত তিনি তাঁর মাকে সেই বাড়িতে আসতে বলেন। নন্দরানীদেবী কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জে কাশিবাটি এলাকায় ছেলের বাড়িতে আসেন।  সেখানে বড়ো ছেলে বিমলবাবু তাঁকে বসতবাড়ির তাঁর  লিখে দিতে বলেন। কিন্তু নন্দরানীদেবী ছেলের কথায় রাজি না হওয়ায় মারধর করে মা’র মাথা ফাটিয়ে দেন বলে অভিযোগ। বর্তমানে নন্দরানীদেবী রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে  চিকিৎসাধীন। তাঁর জামাই অমর তালুকদার বলেন, ‘বসতবাড়ি ও জমি মিলে প্রায় দশ বিঘা আমার শাশুড়ির নামে রয়েছে। এই জমি বিমলের নামে লিখে দিতে চাপ প্রয়োগ করা হয়। সম্পত্তি তাঁর নামে লিখে না দেওয়ায় মা’কে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে সে।’  বিমল পালের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2swkNQ0

June 01, 2018 at 08:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top