নয়াদিল্লি, ৩০ জুনঃ এবার গঙ্গাকে দূষণের হাত থেকে বাঁচাতে অবসরপ্রাপ্ত সেনা জওয়ানদের নিয়ে তৈরি হচ্ছে বিশেষ বাহিনী। দেশের বিভিন্ন প্রান্তে গঙ্গার ঘাট পাহারা দেবে এই বাহিনী। গঙ্গার জল কেউ নোংরা করছে কিনা সেদিকে কড়া নজর রাখবে এই বাহিনী।
গোমুখ থেকে সুন্দরবন পর্যন্ত গঙ্গার বিস্তীর্ণ অঞ্চলকে দূষণ থেকে বাঁচাতে গঙ্গা টাস্ক ফোর্স নামে এই ব্যাটেলিয়ন ৫৩২ জন অবসরপ্রাপ্ত সেনাকর্মী নিয়ে গঠিত হচ্ছে। এই বাহিনী আপাতত এলাহাবাদ, বারাণসী এবং কানপুরের ঘাটগুলিতে কাজ করবে। বর্তমানে এলাহাবাদে এদের প্রশিক্ষণ চলছে। আগামী তিন বছরের জন্য এই কাজে যুক্ত থাকবে এই টাস্ক ফোর্স।
ভূমিক্ষয় রুখতে গঙ্গার পাড়ে গাছ লাগানোর কাজও করবে এই ফোর্স। জনসচেতনতা বাড়ানোর কাজও করবে এই বাহিনী। এর ফলে গঙ্গার ঘাটগুলিতে আসা পর্যটকদের মধ্যেও শৃঙ্খলা আসবে বলে আশা করছেন ক্লিন গঙ্গা মিশনের ডিরেক্টর জেনারেল রাজীব রঞ্জন মিশ্র।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Na7wX3
June 30, 2018 at 02:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন