নয়াদিল্লি, ২ জুনঃ বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়ই সংবাদ শিরোনামে থাকা বিজেপির সাধারণ সম্পাদক কৈশলাস বিজয়বর্গীয় এবার খড়গহস্ত হলেন বলিউডের ওপর। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোরকে তিনি চিঠি লিখে অনুরোধ করবেন বলিউড শব্দটি নিষিদ্ধ করতে। হিন্দি ফিল্মি দুনিয়া বোঝাতে তার জায়গায় আনতে হবে নতুন শব্দ।
বিজয়বর্গীয় বলেন, কিছুদিন আগে পরিচালক সুভাষ ঘাই তাঁর সঙ্গে বিজেপি সদর দফতরে এসে দেখা করেন। বলেন, হিন্দি চলচ্চিত্র বোঝাতে বিবিসি বলিউড শব্দটি ব্যবহার করে। হলিউডি ছবির নকল করা বোঝাতে এটা তারা ব্যবহার করেছিল। তাই এটা এখনই বন্ধ করা উচিত।
তিনি আরও বলেন, ভারতে সত্যজিৎ রায় ও দাদাসাহেব ফালকের মত পরিচালক ছিলেন, যাঁরা অসাধারণ ছবি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিয়েছেন। সুতরাং ভারতীয়রা যে শুধু ইংরেজি ছবির নকল করে সেটা মানা সম্ভব নয়। সংবাদমাধ্যমও যাতে বলিউড শব্দটি না ব্যবহার করে, সে ব্যাপারে অনুরোধ করেছেন তিনি। এর জন্য সোশ্যাল মিডিয়ায় সুভাষ ঘাইয়ের সঙ্গে বিজয়বর্গীয় #DontCallItBollywood নামে একটি প্রচার চালাচ্ছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JaN31N
June 02, 2018 at 12:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন