কলকাতা, ১০ জুনঃ অবশেষে টিউমারমুক্ত হল ধূপগুড়ির ছোট্টো মেয়ে পূজার। রবিবার সকালে কলকাতার জেএন রায় হাসপাতালে সফল অস্ত্রোপচার হয় পূজার। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন তাঁর চিকিৎসক শুভাশিস গুহ। তিনি জানান, সকাল সাড়ে নটা থেকে অস্ত্রোপচার শুরু হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মাথার পাশের টিউমারটি বের করতে সক্ষম হন তাঁরা। প্রসঙ্গত, পূজার টিউমারের কথা প্রথম প্রকাশিত হয় উত্তরবঙ্গ সংবাদে। আর্থিক সঙ্গতি না থাকায় পূজার চিকিৎসা করাতে পারছিলেন না তারা বাবা-মা। এরপরই তাঁদের সাহায্যের জন্য এগিয়ে আসেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। পূজার যাবতীয় চিকিৎসার খরচ বহনের কথা জানান জেএন হাসপাতালের দুই কর্ণধার সজল ঘোষ ও শুভ্রাংশু ভক্ত। তৈরি হয় মেডিকেল বোর্ড। প্রথমে ওষুধের মাধ্যমে টিউমারের আকার কমানো হয়। তারপর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সজল ঘোষ জানান, অস্ত্রোপচারের পর যাবতীয় ব্যবস্থাও হাসপাতালের তরফে বিনামূল্যে করা হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HEoUyW
June 10, 2018 at 04:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন