চলতি অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির ক্ষতি ৮৭ হাজার কোটি টাকা

নয়াদিল্লি, ১০ জুনঃ জানা গিয়েছে ২০১৭-১৮ অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির মোট ক্ষতির পরিমাণ ৮৭ হাজার কোটি টাকার বেশি।

২১টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে লাভের মুখ দেখেছে শুধুমাত্র ইন্ডিয়ান ব্যাংক ও বিজয়া ব্যাংক। ইন্ডিয়ান ব্যাংক ও বিজয়া ব্যাংকের লাভের পরিমাণ যথাক্রমে ১,২৫৯ কোটি ও ৭২৭ কোটি টাকা। বাকি ১৯টি ব্যাংকের মোট ক্ষতির পরিমাণ ৮৭,৩৫৭ কোটি টাকা।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের। গত অর্থবর্ষে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্ষতি হয়েছে ১২,২৮৩ কোটি টাকা। তবে ২০১৬-১৭ অর্থবর্ষে পিএনবি লাভ করেছিল ১,৩২৪.৮ কোটি টাকা।

দ্বিতীয় স্থানে রয়েছে আইডিবিআই ব্যাংক। এর ক্ষতির পরিমাণ প্রায় ৮,২৩৮ কোটি টাকা। গত অর্থবর্ষে এই পরিমাণ ছিল ৫,১৫৮ কোটি টাকা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষতির পরিমাণ ৬,৫৪৭.৫ কোটি টাকা। আগের আর্থিক বছরে এসবিআই লাভ করেছিল প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা।

২০১৭ ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, দেশের ব্যাংকের মোট এনপিএ-র পরিমাণ ৮.৩১ লক্ষ কোটি টাকা। ২১টির মধ্যে ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর নজর রেখেছে রিজার্ভ ব্যাংক।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JBpToT

June 10, 2018 at 05:47PM
10 Jun 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top