নয়াদিল্লি, ১৭ জুনঃ রমজান মাসে সংঘর্ষ বিরতি ঘোষণায় ইতি টেনে জঙ্গি বিরোধী অভিযান অপারেশন অলআউট শুরু করার সিদ্ধান্ত নিল কেন্দ্র।
১৭ মে থেকে একতরফা সংঘর্ষ বিরতি ঘোষণা করেছিল কেন্দ্র। এই এক মাসে জঙ্গি হামলার ঘটনা বেড়ে গিয়েছে ১০০ শতাংশ। গতকাল পালিত হয়েছে ইদ। তাই আজ থেকেই সংঘর্ষ বিরতি প্রত্যাহারের কথা ঘোষণা করেছে কেন্দ্র।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের টুইট-
The operations against the terrorists to resume.
— HMO India (@HMOIndia) June 17, 2018
সংঘর্ষ বিরতিতে ইতি টানতে রাজনাথের বাসভবনে বৈঠক হয়েছে। জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। সূত্রের খবর, সেনা না চাওয়া সত্বেও কাশ্মীরে বিজেপির জোট শরিক মেহবুবা মুফতি সরকারের চাপে রমজান মাসে সংঘর্ষ বিরতি ঘোষণা করতে বাধ্য হয় কেন্দ্র।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MwzSdy
June 17, 2018 at 02:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন