চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রাথমিক শিক্ষায় মানসম্মত শিক্ষার মানবৃদ্ধির লক্ষে যোগাযোগ কৌশল শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কাদের। কর্মশালায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবকসহ পাঁচ ক্যাটাগরির ৪০ জন অংশ নেয়। যোগাযোগ কৌশল বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি বলেন- নিজেদের ব্যর্থতার কারণেই প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝড়ে পড়ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নয়ন করার জন্য ওই স্কুলগুলোর শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে যোগাযোগ কৌশল বৃদ্ধি করতে হবে। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়েদুল ইসলাম ও আবদুল মোমেন। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান, রেজওয়ানুল কবীর, নুরুল আমীনসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ২৮-০৬-১৮
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ২৮-০৬-১৮
from Chapainawabganjnews https://ift.tt/2IxEzkg
June 28, 2018 at 12:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.