ব্যাপক বৃষ্টিতে জলমগ্ন মহারাষ্ট্র ও গুজরাতের বহু এলাকা, ব্যাহত ট্রেন ও বিমান পরিসেবা

মুম্বই, ২৫ জুনঃ পশ্চিম ভারতে চলছে ব্যাপক বৃষ্টি। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন মুম্বই সহ মহারাষ্ট্রের বেশকিছু এলাকা। দেরিতে চলছে ট্রেন ও বিমান।

মহারাষ্ট্রে ভারী বৃষ্টিতে দেরিতে চলছে বিমান ও ট্রেন। সিওনে রেললাইনে জল জমেছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দেরিতে চললেও ট্রেন চলাচল স্বাভাবিকই রয়েছে। একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে মুম্বই সহ মহারাষ্ট্রের একাধিক জায়গা। তৈরি হয়েছে যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে দু’হাজার ট্রাফিক কনস্টেবল ও ৭৫০ জন ওয়ার্ডেন।

জানা গিয়েছে, মহারাষ্ট্রে গাছ পড়ে মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন চারজন।

অন্যদিকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাতের বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে গান্ধিনগর, আহমেদাবাদ, সুরাত ও ভালসাদের বহু এলাকা।

আগামী তিনদিন গুজরাতের দক্ষিণ উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী সাত ঘণ্টার মধ্যে দাদরা ও নগর হাভেলি, দমন, আহমেদাবাদ, আমরেলি, আনন্দ, ভারুচ, সুরাত সহ একাধিক এলাকার উপর দিয়ে ৪০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2yAFcJY

June 25, 2018 at 02:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top